দেওয়ানগঞ্জে চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

দেওয়ানগঞ্জে চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ১২ অক্টোবর সানন্দবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক মোঃ আছাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, সদস্য সানাউল হক জ্যোতি, সদস্য নারায়ণ পাল রানা, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, সদস্য ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, সদস্য জাকির হোসেন রুকু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।

সম্মেলনে সভাপতি পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমাদেন ৬ জন। তারা হলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি (১) মোঃ হাফিজ উদ্দিন, (২) মোঃ ফখরুল আলম আকন্দ, (৩) মোঃ ইউনুস আলী মোল্লা, (৪) অধ্যাপক ফতেহুল বারী আখন্দ, (৫) মোঃ শেখ নাজিম উদ্দীন, (৬) জামাত আলী।

সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ৯ জন। তারা হলেন (১) মোঃ আমিনুল ইসলাম আকন্দ, (২) মোঃ বাদশা মন্ডল , (৩) মোঃ জিয়াউল ইসলাম জিয়া, (৪) মোঃ রেজাউল করিম লাভলু, (৫) মোঃ আবু শামা আকন্দ, (৬) মোঃ আজিজুর রহমান মৃধা, (৭) মোঃ রফিকুল ইসলাম রফিক, (৮) মোঃ নজরুল ইসলাম টোকন, (৯) মোঃ আল-মামুন মন্ডল,

জামালপুর জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক কমিটির পদ পদবী চুড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে বলে জানান সম্মেলনের প্রধান অতিথি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest