ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও উন্নয়ন ছিল শোষিত মানুষের জন্য উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধরু দর্শন ও উন্নয়নকে বুকে ধারন করেই আমাদের একসাথে পথ চলতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে ধারন করেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ চলছেন। আর সেই পথকে অনুসরণ করে বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়নের আদলে আগামী ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পরিনত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শোষিত মানুষের জন্য শোষকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে লড়াই করে গেছেন, জীবনের ১৪টি বছর কারাগারে কটিয়েছেন। তারসহধর্মিনী ফজিলাতুন্œেছা মুজিব শোষিক মানুষের কল্যান ও মুক্তিযুদ্ধকে স্বার্থক করার জন্য যে উৎসাহ যুগিয়েছেন তার এ বাংলার মানুষ কখনো ভুলে যাবেন না। তিনি দিনাজপুরসহ সারাদেশকে মাদক ও জঙ্গিমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, প্রশাসন থেকে শুরু করে জনগনের সম্পৃক্ততায় দেশের যুবসমাজকে মাদক ও জঙ্গি থেকে দুরে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে আলোকিত করতে ঐক্যবদ্ধ’র কোন বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধুর ডাকে রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার স্বাদকে উল্লেখ করে বলেন, এ দেশে সকল ধর্মের মানুষের সমধিকার। স্বাধীনত হয়েছিল বলেই আজকে আমরা মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, সেনাবাহিনী শীর্ষ স্থানে রয়েছি। আর সব কিছু হয়েছে বঙ্গবন্ধুর দর্শনের কারনে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও স্বপ্ন আজ স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। শনিবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অর্থনৈতিক সম্পর্ক, বিপনন, অর্থমন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”“বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ। এর আগে সকাল থেকেই দিনাজপুর শহরে সকল শ্রেণীর মানুষের ঢল নামে দিনাজপুর একাডেমীক স্কুল প্রাঙ্গনে। “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST