বাপেক্স)-এর ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

বাপেক্স)-এর ৩৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মারুফ সরকার, ঢাকা ঃ বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।গত ৩১ অক্টোবর,২০২২ ইং কাওরান বাজার বাপেক্স ভবনে বাপেক্সর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বাপেক্স বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুব হোসেন ও বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবৃতি সভায় শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়। আর্থিক বছরে কোম্পানির মোট আয় ও ব্যয় এর হিসেব তুলে ধরা হয় ।যাহা ৬৬৯.৫৫ কোটি টাকা।যথাক্রমে ৪৮৫.০১ কোটি। কর পূর্বে কোম্পানির মুনাফা ছিল টাকা। ১৮৪.৫৪ কোটি এবং এটি আগের বছরের তুলনায় ৬২৬% বেশি। বছরজুড়ে কোম্পানিটি জমা দিয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। সরকারের রাজস্ব হিসেবে ২৪৩.২৩ কোটি টাকা জাতীয় কোষাগারে। সভায় শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উক্ত সময়ের মধ্যে কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির আরও ভালো কার্যকারিতার জন্য বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন মোঃ জাকির হোসেন) জিএম অ্যান্ড কোম্পানি সেক্রেটারি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest