ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
নলছিটি প্রতিনিধিঃ
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রচারাভিযানে নেমেছেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বৃহস্পতিবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠী ও নলসিটি শহরের বিভিন্ন স্থানে লিফলেট ভিতরণ করেন।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। প্রচারাভিযানে আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র বিভাগীয় গণ-সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।
এ প্রচারাভিযানে তাঁর সাথে অংশ নেন– ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST