আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার মুল ভিত্তি ইসলামের মধ্যেই-ভোলায় ছাত্র সমাবেশে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ইসলামের মধ্যে ,ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে নয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সকল ক্ষেত্রেই ইসলাম নিহিত ছিল। ৫২ ,৬২,৬৬,৬৯,৭১ সালের আন্দোলনের কোথায় ধর্ম নিরপেক্ষতা ছিল না। ৬ দফা ,১১ দফা , ২১ দফা সহ স্বাধীনতার পুর্বে হওয়া সকল আন্দোলনের কোথাও ধর্ম নিরপেক্ষতা বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোন দফা ছিল না। ৭ ই মার্চের ভাষনের শেষ শব্দ ছিল“ ইনশাআল্লাহ।” যে দেশ ইনশাআল্লাহর ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই দেশে যারা ধর্ম নিরপেক্ষতার ¯েøাগান দেয় তারা বিদেশিদের দালাল ,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রæ। শনিবার বিকেলে ভোলা হ্যালিপ্যাড মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা ( উত্তর) এর আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। বৃটিশ থেকে স্বাধীনতা পেয়েছি ৭২বছর। এদেশে মুসলিমলীগ শাসন করেছে, আইযুব খান শাসন করেছে, আওয়ামীলীগ, বিএনপি, জাতিয় পার্টি এদেশ শাসন করেছে। বর্তমানে আওয়ামীলীগ এদেশ শাসন করছে। কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরির্বতন হয় নাই। এক দল ক্ষমতায় এসেছে , আরেক দল ক্ষমতা ছেড়েছে। ক্ষমতার উলট পালট হয়েছ মানুষের ভাগ্যের হয় নি। তাই নেতা নয় নীতির পরির্বতন করতে হবে। সাম্য,মানবাধিকার ও ন্যায় বিচার ফিরে পেতে আদর্শিক পরিবর্তনের বিকল্প নেই। ছাত্ররা আগামি দিনের ভবিষ্যত, আজকের ছাত্রদের মধ্য থেকেই আগামি দিনের নেতৃত্ব তৈরি হবে। আগামি দিনের সুন্দর বাংলাদেশ গড়তে ছাত্রদের এগিয়ে আসতে হবে। তথাকথিত মতবাদ নয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন মানুষ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি দিন দিন বাড়ছে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে দরকার সরকারি ভাবে সুষ্ঠ পরিকল্পনা গ্রহন। কিন্তু সরকার তাতে ব্যর্থ হয়েছে। দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে নতুন কোন পরিস্থিতি তৈরি হলে সরকারই দায়ী থাকবে । ইসলামী শাসনতন্ত্র ছাত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলাম। তিনি বলেন, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে ও জাতীয় নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই। ইশা ছাত্র আন্দোলনের ভোলা জেলা (উত্তর) এর সাধারন সম্পাদক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় এ সময় ইসলামী আন্দোলন ভোলা জেলা সভাপতি মৌলভি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাও: মিজানুর রহমান , মাও: তাজউদ্দিন ফারুকি , সাধারন সম্পাদক মাও: আতাউর রহমান মোমতাজি, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, জেলা যুগ্ম সম্পাদক মাও: তরিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, ভোলা সদর থানা সভাপতি মাও: আবুল হাসান কাশেমি ,বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মাও:একেএম ইদ্রিস, ইসলামী শ্রমিক আন্দোলন সম্পাদক মাও: গোলাম মোর্শেদ, শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক মাহদি হাসান, যুব আন্দেলনের যুগ্ম সম্পাদক মাও: মো: শোয়াইব, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, ভোলা দক্ষিণের সাবেক সভাপতি ফয়সাল আহমাদ সহ ইসলামী আন্দোলন , যুব আন্দোলন , ছাত্র আন্দোলনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।