যাত্রী সেজে টিকিট কালোবাজারীকে গ্রেপ্তার করলেন ইউএনও

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

যাত্রী সেজে টিকিট কালোবাজারীকে গ্রেপ্তার করলেন ইউএনও

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১ ডিসেম্বর দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলষ্টেশনে। আন্তঃনগর তিস্তা ট্রেনের সেই এটেনডেন্টসকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । দেওয়ানগঞ্জ রেলষ্টেশনের টিকিট কালোবাজারি নিয়ে দীর্ঘদিন থেকে অভিযোগ চলে আসছিল যাত্রী সাধারণের কাছে। মাঝে মাঝে অভিযান হলে কিছুদিন এসব বন্ধ থাকলেও আবার শুরু হয় নতুনভাবে। বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ টু ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে দুপুর আড়াইটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) কামরুন্নাহার শেফা টিকিট কালোবাজারি চক্রকে হাতেনাতে ধরতে
ছদ্মবেশ ধারণ করে যাত্রী সেজে রেলস্টেশনে হাজির হন। সাথে ছিল না গাড়ী এবং কোন আনছার বাহিনীর সদস্য। পরনে ছিল বাসার নিম্নমানের সাধারণ পোশাক এবং পায়ের মোজা ও ছেড়া সেন্ডেল। তিনি একজন সাধারণ যাত্রী সেজে একা একা ষ্টেশনে টিকিট খুজছিলেন এমন সময় একজন বলে যে কোথায় যাবেন ট্রেনের ভেতরে আসেন সিট দিব। তাদের কথামত তিনি ট্রেনের বগির ভেতরে গেলে তারা তিনটি টিকিট প্রদান করে সাথে সাথে তাদেরকে পাকড়াও করার নির্দেশ দেন। এ সময় আলমাস ( ৩২) নামে এক এটেনডেন্টসকে ৬ আসনের ৩ টি টিকেট সহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সোনা মিয়া নামে ট্রেনের আরেক এটেনডেন্টস পালিয়ে যায় তার নামে মামলা দেওয়া হয়। এই ঘটনায় স্টেশনে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।
যাত্রী সাধারণ এমন ঘটনায় ইউএনও কে অফুরান প্রসংশা করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest