তালতলীতে মুজিব বর্ষের র‌্যালীতে জনতার ঢল

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

তালতলীতে মুজিব বর্ষের র‌্যালীতে জনতার ঢল

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী”বিশ্ববন্ধু”জাতীর জনক”বঙ্গবন্ধু” শেখ মুজিবুর রহমানের, জন্মশতবার্ষিকী” ও স্বদেশ প্রত্যাবর্তন” দিবস” এবং মুজিববর্ষ উপলক্ষে বরগুনার “তালতলী” উপজেলা প্রসাশনের”আয়োজনে, শনিবার”দিন ব্যাপি” ছিল অনুষ্ঠানমালা বঙ্গবন্ধুর”প্রতিকৃতিতে”পুষ্পস্তবক অর্পণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান । শনিবার ১১ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এবংএ র‌্যালীতে ঢল নামে হাজারো জনতার ।সরকারী বেসরকারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। রাজনৈতিক নেতৃবৃন্দ, দিনমজুর, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ র‌্যালীতে অংশ গ্রহণ করে। এরপর ১১টায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপনের আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া (ভারপ্রাপ্ত)’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির জোমাদ্দার,বিশেষ অতিথি হিসেবে ওসি শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব।উপজেলা আ’লীগ সহসভাপতি কামরুল আহসান, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক ইউছুফ আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা আলী আকবর, ডা. মেজবাহ উল ইসলাম চৌধুরী ও আবু সিদ্দিক নুরে আলম সুমন প্রমুখ । উল্লেখ্য এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দীর্ঘ লড়াই-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের একটি লাল সবুজের মানচিত্রের দেশ উপহার দিয়ে যাবার কারনেই আজ আমরা মুক্ত ভাবে চলতে পারছি ।বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় বঙ্গবন্ধু সকল বিশ্বের নিপিড়ীত মানুষের প্রেরণা। বাংলা গর্বিত এই সিংহ পুরুষ বাংলায় জন্মছিল বলে। আমরা গর্বিত মুজিবের বাংলায় জন্মেছি বলে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest