দেওয়ানগঞ্জে ডাংধরা ইউ পির পুষ্টি বাগানে চারা রোপণ করেন – ইউএনও শেফা

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

দেওয়ানগঞ্জে ডাংধরা ইউ পির পুষ্টি বাগানে চারা রোপণ করেন – ইউএনও শেফা

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে (নিউট্রিশন গার্ডেন) পুষ্টি বাগান স্থাপন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা এর নির্দেশে উদ্যোগ গ্রহণ করেন ১নং ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারি ২০২৩ খ্রি. চারা রোপণে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, পি আই ও দেওয়ানগঞ্জ, এমপির ব্যক্তিগত সহকারী বিকাশ কবীর ইমরান, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ইউপি সচিব আনোয়ারুল হক, ট্যাগ অফিসার ওসমান গনি সহ ইউপি সদস্য ও নেতৃবৃন্দ। বাগানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের ও ফুলের চারা। যাহা দেখতেও সুন্দর পুষ্টির চাহিদাও পুরণ হবে বলে সকলে আশাবাদী।
ইউএনও বলেন- এতো সুন্দর বাগান ইউনিয়ন পর্যায়ে দেওয়ানগঞ্জে মাত্র ১টাই দেখলাম। এতে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সকল ইউনিয়নে এরকম পুষ্টি বাগান স্থাপন করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ।
পরিশেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest