তেঁতুলিয়া উপজেলায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

তেঁতুলিয়া উপজেলায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।

সমবার (২৩জানুয়ারী) সকাল ১০ টায় তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন,কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সহকারী শরীল চর্চা শিক্ষক আব্দুস সালাম,ভজনপুর ফখরুন্নেসা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রশিদ,ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল,সিপাহী পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শরীল চর্চা শিক্ষক আব্দুল হামিদ,পাগলী ডাংগী S E S D P মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শারীক শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।

সমবার সকালে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়।প্রতিযোগিতা ১ম,২য়,ও ৩য় হিসেবে ৯৬ জনকে পুরস্কিত করা হয়।নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest