বরিশালে চিহ্নিত মাদক ব্যবসায়ী কমলা ও জসিম সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

বরিশালে  চিহ্নিত মাদক ব্যবসায়ী কমলা ও জসিম সহ গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম ও তার স্ত্রী কমলা বেগমকে (দু’শ পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার(২৪জানুয়ারী) বিকাল ৫:৩০ ঘটিকার সময় তাদের গ্রেফতার করে বলে নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার বিকালে সেই সংবাদের বিত্তিতে রসুলপুরএলাকার একটি অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ঘর তল্লাশি করে (দু’শ পঞ্চাশ গ্রাম)গাঁজাসহ তাদের আটক কর হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার মৃত মুনসুর সরদারের পুত্র চিহ্নিত মাদক কারবারি মোঃ জসিম ও তার স্ত্রী কমলা বেগম। এছাড়াও নগরীর ১৯ নং ওয়ার্ড ঝাউতলা এলাকা থেকে আট পিস ইয়াবাসহ নয়ন দেবনাথ নামে এক যুবককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল ‘ক’ বিভাগীয় স্টাফ পরিদর্শক সিদ্দিকুর রহমান।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest