বাংলাবান্ধা স্থলবন্দরর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ও দু’দেশের মধ্যে মিষ্টি বিনিময়

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

বাংলাবান্ধা স্থলবন্দরর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ও দু’দেশের মধ্যে মিষ্টি বিনিময়

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধি:
“ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে ঞ্জান চর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।
আজ বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকালে ১১ টায় বাংলাবান্ধা জিরোপয়েন্টে ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যম উদ্বোধন করেন বাংলাবান্ধা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মবিন উল ইসলাম ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের সহকারী কমিশনার নিমা শারপা।

বাংলাবান্ধা স্থলবন্দর লি. এর কনফারেন্স হলরুমে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটওয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মবিন উল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের অফিসে ইনচার্জ নজরুল ইসলাম,এন এস আই এর কাজী হাবিবুর রহমান, বাংলাবান্ধা শুল্ক স্টেশনের কর্মকর্তা সুব্রত রায়,প্রভাষ কুমার বিশ্বাস,এটি এম নুরুজ্জামান খন্দকার রাজস্ব কর্মকর্তা বাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশন তেঁতুলিয়া পঞ্চগড় ।সহকারী রাজস্ব কর্মকর্তা আসাদুল হক ফিরোজ,সহকারী রাজস্ব কর্মকর্তা পারভেজ রেজা,জাহাঙ্গীর আলম, মনির আহমদ, শাহ আলম, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান,ফুলবাড়ি কোম্পানি কমান্ডার এসসি সেলোদ্র সিং, বাংলাবান্ধা স্থলবন্দর লি.কর্মকর্তা, বাংলাবান্ধা লোড আনলোডের সভাপতি ইদ্রিস আলী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নাহেরুল ও কনক সহ সিঅ্যান্ডএফ এর সদস্যরা। অনুষ্ঠানের শেষ অংশে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest