ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় টেন্ডার বা কমিটির রেজুলেশন ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি বড় ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা পৌরশহরের উত্তর চেরেঙ্গা মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষিকা জাহানারা বেগমের নির্দেশে গাছগুলো কেটে ফেলেন শ্রমিকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছ ৫টি কাটার পর বিদ্যালয়ের পাশের একটি জমিতে পড়ে রয়েছে। এ সময় সহকারী শিক্ষিকা জাহানারা বেগমের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো স্কুলের, তবে আমাদের জমির সীমানায় আসায় আমার স্বামী গাছ ৫টি কেটে ফেলেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশফেকুর রহমান বলেন, প্রায় ৮ বছর আগে বিদ্যালয়ের জমিতেই এ গাছগুলো রোপণ করা হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে টেন্ডার বা রেজুলেশন অনুমোদন করার নিয়ম আছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST