ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় এক সাংবাদিকের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই সাংবাদিক দশমিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। থানা পুলিশ হামলার ঘটনায় দশমিনা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে গ্রেফতার করেছে। আহত সাংবাদিক সাফায়েত হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দশমিনা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে লক্ষ্মীপুর ঢাকি বাড়ি সংলগ্নে স্লুইজ গেটে কপাট নির্মান করার জন্য স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু ২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকা বরাদ্দ দেয়। বজলুর রহমান ওই কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাফায়েত স্থানীয় ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহন করে ফেসবুক পেইজে আপলোড করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান মৃধা, তার ভাই একাধিক মামলার আসামী আব্দুর রহিম মৃধা, আল আমিন মৃধা, বেল্লাল মৃধা, আলতাফ মৃধা সহ ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসী উপজেলা পরিষদের সামনে সদর রোডে সাফায়েত হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাফায়েতের ক্যামেরা ভাংচুর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় সাফায়েতের ডান হাতের হাড় ভেঙ্গে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে দশমিনা হাসপাতালে নিয়ে যান। এঘটনায় দশমিনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক থানায় উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী করেন। হামলার ঘটনায় আহত সাংবাদিক সাফায়েত হোসেন ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন,সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST