বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি সকাল থেকে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের রবীন্দ্র মঞ্চে ২ দিনব্যাপী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনের শুভ উদ্ভোদন করেন সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ মোস্তফা কামাল।

এসময়ে বিভিন্ন শিক্ষকরা বলেন, বসন্ত মন উদার করে, হাসতে শেখায়, গাইতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। আজকের শিক্ষার্থীরা যদি মানুষকে ভালবাসতে না পারে, তাদের মন যদি উদার না হয়, তাহলে তাদের এই প্রয়াস ব্যর্থ হবে।

অপরদিকে, নগরীর জগদ্বীশ সারস্বতী স্কুল এন্ড কলেজ মাঠে বসন্তবরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’।

অন্যদিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest