বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তন|

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে প্রত্যাবর্তন|

নূরী নাজনীন |
আলোকিত সময়.কম,ঢাকা|

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি জাপান সফর শেষে ২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকি এর আমন্ত্রণে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার এক সরকারী সফরে জাপান গমন করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স এর চীফ অব স্টাফ জেনারেল ইজুতসু এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, এ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশন (MELCO) এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ (KHI) পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest