ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই স্লোগান নিয়ে আজ ১লা মার্চ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল জেলার বীমা প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় বীমা দিবস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান,উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, প্রকল্প পরিচালক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ মোঃ মাসুদ রানা মাসুমসহ বীমার সাথে সংশ্লিষ্ট লাইফ, নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তা কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বীমার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএর অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST