ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
মো.লুৎফর রহমান,হিলি(দিনাজপুর)
শিক্ষা সফরের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৩ সদস্যের স্বসস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল।
আজ বেলা সাড়ে ১২টায় মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাশেদ আমিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আসেন। এসময় কাস্টমস ও পানামা পোর্টের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সেখানে তারা কাস্টমস ও পানামা পোর্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় কাস্টমস কর্মকর্তারা তাদের হিলি স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রাশেদ আমিন, রংপুর কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুন কুমার, হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানামা পোর্টের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী এনডিসি কোর্সের স্বসস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ অনেকে।
শেষে প্রতিনিধি দলটি হিলি চেকপোস্টের জিরোপয়েন্টে গেলে সেখানে বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ তাদের অভ্যর্থনা জানান। পরে তারা বিএসএফকে ফুল ও মিষ্টি দেন। পক্ষান্তরে বিএসএফও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
টিম লিডার মেজর জেনারেল রাশেদ আমীন জানান, শিক্ষা সফরের উদ্দেশ্য আমরা দেশের ৪টি বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করছি। এখান থেকে আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে ৬ জন বিদেশি অফিসার রয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST