ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর উপজেলার তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে তাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে তাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
বিশেষ অতিথি হিসেবে দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। আর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সেই সাথে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারও তুলে দেয়া হয়
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST