ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
বিশেষ প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে ফুল নিয়ে সৃজনী বিদ্যানি কেতন স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়া সৃজনী সংসদ এর এক অংশ।
বিষয়টি জানাজানি হলে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তুলেছেন।
এ দিকে সৃজনী সংসদ এর দু’গ্রুপে দুটি কমিটিকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করেন মো.মোরশেদুল আলম সুমন (সৃবি:১০৫ ব্যাচ: ২০০১),জোবাইদুল হাসান (সৃবি: ৩২, ব্যাচ: ২০৫), রিয়াদ হোসেন (সৃবি: ১৬১, ব্যাচ: ২০০৮) স্বাক্ষরিত কৃষিবিদ আরিফুর রহমান পিয়েল (সভাপতি) ও কৃষিবিদ তানভীর হাসান স্বাধীন (সাধারণ সম্পাদক) পরিষদ অতি রঞ্জিত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছেন।
গতকাল শুক্রবার (১৪ ই এপ্রিল) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিতে গেলে এ কাণ্ড ঘটে।
এরই মধ্যে জুতা পায়ে বেদিতে ওঠা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
সৃজনী সংসদের এক অংশের সভাপতি কৃষিবিদ আরিফুর রহমান পিয়েল বলেন, রোদে খালি পায়ে উঠা যায়না, বেদি এবং প্রতিকৃতি ভিন্ন বিষয়। ওই প্রতিকৃতি ছিস্টেম টাই ভিন্ন। আমি মনে করি ওই খানে জুতো নিয়ে ওঠা সম্মান হানির কিছু নেই।
এ বিষয়ে পবিপ্রবি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড.সন্তোষ কুমার বসু জানান, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে অবশ্যই জুতা খুলে উঠতে হবে। যদি এমন টা কেউ করে থাকে তবে সেটা ভুল করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST