ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
বরিশাল প্রতিনিধিঃ
আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার বরিশাল নগরীর নথুল্লাবাদ ও রূপাতলি বাস টার্মিনাল এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রচারনামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া নগরীর নথুল্লাবাদ ও বটতলা এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুমি রানী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST