লালপুরে মাদক, ইমোহ্যাকিং,যানজট, পুকুর খনন প্রতিরোধে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৩

লালপুরে মাদক, ইমোহ্যাকিং,যানজট, পুকুর খনন প্রতিরোধে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যার পর থানা কার্যালয়ে লালপুরের কর্মরত সাংবাদিকদের সাথে অফিসার ইনচার্জ এর মতবিনিময় হয়। সভায় লালপুরে মাদক নির্মূল, ইমোহ্যাকিংরোধ, অবৈধভাবে বালু ভরাট উত্তোলন ও পুকুর খনন বন্ধ করা, ত্রিমোহীনির যানজট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে পুলিশের কাছে প্রত্যাশা করে সাংবাদিকেরা বক্তব্য রাখেন এবং মতবিনিময়ে ওসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশাও করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি ও সাপ্তাহিক শহীদ সাগর এর ভারপ্রাপ্ত সম্পাদক সালাহ্ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যাপক সাদ আহমেদ, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠ লালপুর প্রতিনিধি শাহ আলম, রতন হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সদস্য জামিরুল ইসলাম, লালপুর উপজেলা সভাপতি আব্দর রশিদ মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আছিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আলমাচ হোসেন, ফেরদৌস আহমেদ মনি মাষ্টার, মেহেদী হাসান, শিমুল আলী, আব্দুল আলিম প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest