ভুয়া সনদ দিয়ে চাকরি কোম্পানি থেকে বরখাস্ত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

ভুয়া সনদ দিয়ে আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সেলস অফিসার (এসও) পদে চাকরি করায় আমিনুল ইসলাম কাওসার (৩২) নামে একজনকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিষয়টি পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন।

বরখাস্ত আমিনুল ইসলাম কাওসার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া এলাকার মৃত কদম আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে সেলস অফিসার (এসও) পদে চাকরি শুরু করেন আমিনুল ইসলাম কাওসার।সেলস অফিসার পদে
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হলেও আমিনুল ইসলাম কাওছার এসএসসি পাস। সে আমিনুল ইসলাম নামের অন্য এক ব্যক্তির সনদ ব্যবহার করে চাকরি করে এসেছেন । জাতীয় পরিচয় পত্রে তার নাম কাওছার হাওলাদার।

অভিযুক্ত আমিনুল ইসলাম কাওছার বলেন, ভুয়া সনদের বিষয়ে কতৃপক্ষ জানতে পেরে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ বলেন, ভুয়া সনদ দিয়ে এতদিন আমিনুল চাকরি করে এসেছেন তার নাম কাওসার হাওলাদার। তিনি আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির সনদ দিয়ে চাকরি করায় তাকে বরখাস্ত করা হয়েছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest