ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া প্রতিনিধি :
তেঁতুলিয়ায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘জিটুপি’’র পদ্ধতিতে ভাতা বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
সেমিনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। পরে সমাজসেবা কর্মকর্তা মাল্টি প্রজেক্টরে পাওয়ার ¯øাইডের মাধ্যমে সেমিনার বিষয়বস্তু ও তথ্যাদি উপস্থাপন করেন।
সে তথ্যমতে, উপজেলার সাতটি ইউনিয়নের মোট উপকারভোগী রয়েছেন ১১ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে বয়স্ক ভাতা ৫ হাজার ৭৩৭জন, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা ২ হাজার ৯২৭জন, প্রতিবন্ধী ভাতা ২হাজার ২৫৪জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১৩৪ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৩১জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ২৬জন, চা শ্রমকদের জীবনমান উন্নয়ন কর্মসূচী ৪শ ৫৫ জন। জিটুপি পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে একটি কক্ষ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে। এ পদ্ধতিতে এখন সহজেই ভাতা বিতরণ যেমন সহজতর হয়ে উঠেছে, তেমনি উপকারভোগীরা সহজেই তাদের মোবাইলে ভাতা পেয়ে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের ফলে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ সম্ভব হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা খাতে এ পদ্ধতি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST