ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ী থেকে নববধু চম্পাকে নিয়ে যাওয়ার পর থেকে নিখোজ রয়েছে নববধু।স্বামী বাবুল হাওলাদার গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছন মেয়র বাবা । ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার তালতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জানাগেছে, এ বছর পহেলা জানুয়ারী তালতলী উপজেলার কলারং গ্রামের চাঁন মিয়ার কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সাথে বিয়ে হয়। (১৫ জানুয়ারী) বুধবার নববধুকে তুলে নেয়ার কথা ছিল বর পক্ষের ।(১২ জানুয়ারী) রবিবার রাতে নয়া,জামাই বাবুল হাওলাদার শ্বশুর বাড়ীতে এসে নববধুকে বন্ধুর বাড়ী বেড়াতে নেয়ার কথা বলে নিয়ে যায়। ওই বাড়ী থেকে নিয়ে যাওয়ার পর থেকে নববধু নিখোজ রয়েছে। স্বামী বাবুল ও পলাতক রয়েছে। মুঠোফোনে বাবুল সাথে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধু কোথায় আছেন তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে গত তিন দিনেও নববধুর সন্ধান পায়নি। চম্পার বাবা চাঁন মিয়া সিকদার অভিযোগ করেন জামাতা বাবুল হাওলাদার তার মেয়েকে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে গুম করে রেখেছেন। এ ঘটনার চম্পার বাবা চাঁন মিয়া সিকদার মঙ্গলবার তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে জামাতা বাবুল হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় এসে জামাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে গেছেন। মেয়েটিকে উদ্ধার চেষ্টা চালানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST