নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডে রাস্তার বেহালদশা

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডে রাস্তার বেহালদশা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার রাস্তার বেহালদশা কাজর অগ্রগতি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের গিড়ারপার পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসা থেকে পিরবাড়ী দাখিল মাদ্রাসা ও বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা অন্যদিকে গিরারপাড় মসজিদ থেকে গুন্ডিরচর বাচচা ব্যাপারির বাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দুটি ১নং ওয়ার্ডের প্রধান রাস্তা হিসেবে পরিচিত। এ রাস্তা দিয়ে প্রায় ৪/৫ হাজার মানুষের চলাচল। দীর্ঘদিন থেকে রাস্তা দুটির বেহালদশা থাকলেও দেখার যেন কেউ নেই। সামান্য বৃষ্টির পানিতে কাঁদা মাটি ও পানি জমে থাকায় এবং ভেঙ্গে পড়ায় চলাচলে চরম দুর্ভোগে স্থানীয়রা সহ অনান্য পথচারীরা।

রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি কাজ, হাটবাজার করা সহ বাচ্চাদের স্কুলে যাতায়াত এবং অটো রিকশা ,ঠেলাগাড়ী হালকা যানবাহন চলাচল বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের নিজ উদ্যোগে কয়েকবার ঐ রাস্তায় রাবিশ দেয়া হলেও দুর্ভোগ কমেনি চলাচলের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের জোর দাবি অবিলম্বে রাস্তা দুটি কাঁচা থেকে পাঁকা করে দেয়া হোক।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest