ফুলবাড়ীর বড়ভিটায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

ফুলবাড়ীর বড়ভিটায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর

কুড়িগ্রাম প্রতিনিধি।। জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ধারালো অস্ত্র দিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড় ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামে। মামলা সূত্রে জানা যায় জেলার ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের মৃত্যু আব্দুল গফুর সরকারের পুত্র আব্দুল মান্নান এর দখলিও পৈত্রিক সম্পত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার মৃত্যু ইসিমুদ্দিনের পুত্র হানিফ ও সাইফুরের পুত্র মজনু মিয়া, মতিয়ার রহমান সহ ২০ /২৫ জন ২ জুলাই/২০২৩ ইং অতর্কিতভাবে হামলা চালিয়ে বেড়া, গাছ ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে অস্ত্র দিয়ে মারধর করে চারজন কে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আব্দুল মান্নান বাদী হয়ে ফুলবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আসামিরা মামলা তুলে নেয়া সহ বাদীপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে বলে বাদীপক্ষ জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest