কুড়িগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা।

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

কুড়িগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা।

কুড়িগ্রাম প্রতিনিধি।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার (৬ জুলাই);দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।। এসময় দুর্গাপুর বাজারে অবস্থিত বৈকালী ব্রেড এন্ড বিস্কুট বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের জন্য ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা,জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন এ অভিযানে সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest