নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা :

ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান।

নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ উপজেলা যুগ্ম আহবায়ক মশিউর রহমান খান, আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান সোহেল ফরাজী, সুবিদপুর ইউনিয়ন সভাপতি ফয়সাল মাস্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাচনমহল ইউনিয়ন সভাপতি জয়নাল হোসেন, ভৈরবপাশা ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, কুশঙ্গল ইউনিয়ন সাঃসম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest