কুড়িগ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

কুড়িগ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে স্কুল প্রাঙ্গনে নিজ উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর সার্কেল ওয়াহিদুন্নবী, শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিউল ইসলাম। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীর অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী বিভিন্ন অফিসে জেলা পুলিশের উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণের অংশ হিসাবে আজ শিবরামের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest