ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
মো.লুৎফর রহমান.হিলি (দিনাজপুর):
ঢাকাসহ দেশ ব্যাপী বিএনপির আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,যুবলীগ কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হয়।
রবিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একাই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু,হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ,পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্বল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে কোন প্রকার নৈরাজ্যকর পরিস্থিতি মেনে নেয়া হবে না। আওয়ামী লীগ রাজপথেই তা প্রতিহত করবে বলেও হুশিয়ারি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST