ঝালকাঠিতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

ঝালকাঠিতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥ ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার” দাবীতে জাতীয় শিক্ষক ফোরমের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সম্মুখে ঘন্টাব্যাপি মানবন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ অলিউল্লাহ।এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: ওবায়দুল হক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মো: আলমগীর হোসেন, সাবেক সুপার হাজী মাওলানা মো: মাইনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, “ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে হবে। সরকারী প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই শিক্ষাক্রম ও সিলেবাস অনুযায়ী পাঠদান করে থাকেন, সনদের মানও এক কিন্তু বেতন ভাতায় রয়েছে চরম বৈষম্য। এক দেশে দু’ধরনে আইন হতে পারে না। তাছাড়া বাড়ি ভাড়া ১ হাজার টাকা যা চরম হাস্যকর বিষয়। সিকি বোনাসে একটি ভাল মোরগ কিনতে পারা যায় না। কোরবানীর গরু কেনার সাধ ও সাধ্য এমপিওভুক্ত শিক্ষকদের হয় না। যেখানে একজন মধ্যম মানের ডাক্তারের ফি হচ্ছে ১হাজার ৫ শত টাকা সেখানে মেডিকেল ভাতা ৫শত টাকা চরম হাস্যকর বৈকি? এমতাবস্থা জাতীয় করণের জন্য শিক্ষা মন্ত্রীকে অনুরোধ জানালে শুধু গবেষনার নামে বাহানা করে এড়িয়ে যান যা অত্যন্ত লজ্জার বিষয়। অথচ এই শিক্ষা মন্ত্রীও কোন না কোন শিক্ষকের ছাত্রী ছিলেন । এখন ক্ষমতায় গিয়ে মাথার তাজ শিক্ষককে বেমালুম ভুলে গেলেন। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা না হলে এ জাতি শিক্ষার নামে কুশিক্ষায় শিক্ষিত হবে। ৬ষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ে উলঙ্গ ছবি দিয়ে লজ্জাস্থানের বর্ণনা সিলেবাসভুক্ত করে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক করার পরিবর্তে ধর্ষক হিসেবে গড়ে তুলবে যা পরিত্যাগ করা সময়ের দাবী ।”


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest