তারাগঞ্জে ডিপজল নৈশকোচ এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন সহ ৩জন নিহত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

তারাগঞ্জে ডিপজল নৈশকোচ এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন সহ ৩জন নিহত

প্রবীর কুমার কাঞ্চন, তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ডিপজল পরিবহনের নাইট কোচের সঙ্গে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী সহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলা সদরের গিলাবাড়ী এলাকার সাথী আক্তার (২২) তার ভাই বিপ্লব মিয়া (২৬) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্সের চালক রুবেল মিয়া (২৭)। এছাড়া আহতদের মধ্যে নিহত সাথী আক্তারের স্বামী ও দুই মাসের শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই এ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্রে জানা গেছে , ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ডিপজল এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। এসময় তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় পৌঁছালে চিকিৎসা নিতে ভোরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল গামী এ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাথী ও তার ভাই বিপ্লব মিয়া নিহত হন। অপরদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক রুবেল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় মারা যায়। হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান, নাইট কোচটি বেপরোয়া গতিতে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নাইটকোচটি আটক করা হলেও চালক ও তার সহযোগিকে (হেলপার) আটক করা সম্ভব হয়নি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest