ঝালকাঠিতে এইচএসসি পরিক্ষায় ৪৪ জন অনুপস্থিত বহিষ্কার ১

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

ঝালকাঠিতে এইচএসসি পরিক্ষায় ৪৪ জন অনুপস্থিত বহিষ্কার ১

ঝালকাঠি সংবাদদাতা।। : ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরিক্ষা শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে পরিক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। জেলায় এবছর এইচএসসি পরীক্ষায় ৫হাজার ৪৭৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৪৩১ জন উপস্থিত হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ এবং নলছিটি উপজেলার কাটাখালী ২২২ নং কেন্দ্রে বহিষ্কার হয়েছে ১ জন।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ঝালকাঠি সরকারি কলেজ ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
উল্লেখ্য কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষা চট্টগ্রামে বন্যার কারণে পেছানো হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৭ আগষ্ট থেকে পরীক্ষা শুরু হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest