ঝালকাঠিতে দেড় লাখ টাকার অবৈধজাল জব্দ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

ঝালকাঠিতে দেড় লাখ টাকার অবৈধজাল জব্দ ১০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার রাজাপুরের পুটিয়াখালী মিরের হাট বাজারে ২৭ শে আগস্ট রবিবার সকালে দুটি জালের দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি দোকানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও জাল গুলো জব্দ করা হয়।

রাজাপুর উপজেলা মৎস কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, জব্দকৃত অবৈধ মাছ ধরার জাল গুলো নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।দেশীয় প্রজাতির মাছ এবং শামুক রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest