ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে ৩০ আগষ্ট কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম ১- আসনের ৪- বারের সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য- সচিব বীর মুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলা থেকে আগত নব- নির্বাচিত কমিটির সদস্য উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহবায়ক সফিকুল ইসলাম সফি,সদস্য সচিব জামাল উদ্দিন,সদর উপজেলা যুব সংহতির সভাপতি মমিনুল ইসলাম,,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিলন, পৌর যুব সংহতির সভাপতি কবির হোসেন,সাধারন সম্পাদক আব্দুল হক,জেলা শ্রমিক পাটির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম হূদয়,জেলা জাতীয় পার্টির সদস্য যোবাইদুল হূদা বাবলু, সাহিদুল হক সরকার, মোসলেম উদ্দিন,নাগেশ্বরী যুব সংহতির সভাপতি সফিকুল ইসলাম মানিক,নাগেশ্বরী পৌর জাতীয় পাটির সদস্য সচিব ফজলুল হক ফজলু,চিলমারী উপজেলা চেয়ারম্যান ও চিলমারী জাতীয় পাটির সাধারন সম্পাদক অধ্যাপক রুকুন্নুজামান শাহীন,রৌমারী জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ.কে. এম সাইফুর রহমান বাবলু,জেলা ছাএ সমাজের সভাপতি মেরাজ, উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে সঞ্চালন করেন এ্যাডভোকেট হুমায়ুন কবির। হাজারো নেতা-কর্মী কুড়িগ্রামের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে জেলার ৪টি আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দেয়ার জোরালো দাবি জানান।
আলোচনা সভা অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের এমপি এ. কে. এম. মোস্তাফিজুর রহমান মোস্তাক নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় পার্টির লাঙ্গল হাতে তুলে দিয়ে আমি চার বার নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় পাটির বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু স্যারের নেতৃত্ব সারাদেশে জাতীয় পাটি এগিয়ে যাচ্ছে। পাটির পক্ষ থেকে যে কোন নিদের্শনা আসলে আমরা তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।কুড়িগ্রাম জেলা জাতীয় পাটির নেতা কর্মীদের এক্যবদ্ধ সৃষ্টি করে সামনে এগিয়ে যেতে হবে।কুড়িগ্রাম -২ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম বলেন আমকে উক্ত আসনে মনোনয়ন দিলে বিপুল ভোটে আসনটি উপহার দিতে পারব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST