ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি মো: শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান াতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুজাহিদ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জেড. আই. কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ আইন বিষয়ক সম্পাদক এড. মাজহারুল ইসলাম তুহিন, সদস্য আহসান উল্লাহ হাসান, ঝালকাঠি জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিরসদস্য সচিব এড. শাহাদাৎ হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা সরদার সাফায়াত হোসেন, আজাদুর রহমান আজাদ, এড, মুশফিকুর রহমান বাবু, বিএনপি নেতা এড. নাসিমুল হাসান, এড. মিজানুর রহমান মুবিন, জেলা কৃষক দল সভাপতি তকদীর হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আউয়াল প্রমুখ।
অতিথিবৃন্দের আসন গ্রহনের পর পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মীসভার কার্যক্রম শুরু করা হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবী জানান নেতৃবৃন্দ। তারা আরো বলেন, অবিলম্বে বিএনপি ঘোষিত দাবীসমূহ মেনে নিয়ে সরকার দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখবেন। অন্যথায়, বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবী দাওয়া আদায় করতে বাধ্য হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST