মো: হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে পশ্চিম মিলপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি এজাহার দাখিল করেন। থানা সূত্রে জানা যায় দুপুরে শিশুটি বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। মোরসালিন তাকে কৌশলে নির্মাণাধীন একটি বাড়ির ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে মোরসালিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লিটন আকন্দ জানান, ধর্ষক মোরসালিনকে গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে যাওয়ার সময় মথুরাপুর রাস্তার উপর থেকে আটক করা হয়। মোরসালিন একই গ্রামের নুর হোসেনের ছেলে। চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে।