ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
মো.লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলি রেলস্টেশনের আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনসহ সকল ট্রেন থামনোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।
আজ রোববার সকাল ১০ টায় রাজশাহি থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর আন্তঃনগর ট্রেনটি হিলিতে দাঁড়ালে ট্রেনের ইঞ্জিনে উঠে এবং রেললাইনের উপর শুয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সর্বস্তরের জনগণ। এতে পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেন চলাচল ১ ঘন্টা বন্ধ থাকে।
মানববন্ধব চলাকালে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, হিলি নাগরিক উন্নয়ন কমিটির নেতা সাংবাদিক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অনেকে।
বক্তরা, হিলি রেলস্টেশনের আধুনিকায়নসহ এই রুটে চলাচলকারী সকল ট্রেন থামানোর দাবি জানান।
পরে বেলা ১১ টায় হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। ১ ঘন্টা পর পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST