মুকসুদপুর উপজেলা পর্যায়ে এইচপিভি ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

মুকসুদপুর উপজেলা পর্যায়ে এইচপিভি ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি –
“একডোজ এইচপিভি টিকা দিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ শ্লোগানে ভিত্তিতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত,নিরাপদ ও কার্যকর টিকা প্রদাম উপলক্ষে গতকাল ৮ অক্টোম্বর রবিনার দুপুর ১২ টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী(ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে
উপজেলা পর্যায়ে এইচপিভি ক্যাম্পেইনের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোষনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: দীপ্ত সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাক শেখ, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন,সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।
মুকসুদপুর উপজেলার ৫ শ্রেনী হতে নবম শ্রেনী অথ্যাৎ ৫ বছর হতে ১৪ বছরের মোট ১৫ হাজার ৫শত ৬৭ জন ছাত্রীদের মধ্যে টিকা প্রদান করা হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest