নলছিটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

নলছিটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার মগড় ইউনিয়নের খাওক্ষীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এ সময় ১‌টি ল‌্যাপটপ ও ১‌টি চার্জার, ১‌টি প্রজেক্টর, ৭‌টি স্টপলার মে‌শিন, ৩‌টি প্রিন্টা‌রের কা‌লি, ১‌টি স্কুলের চা‌বি, ৩৬‌টি কলম ও গুরুত্বপুর্ন কিছু অ‌ফি‌সিয়াল কাগজপত্রাদি চুরির অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।

এ ঘটনায় অদ‌্যাব‌ধি কোন অ‌ভি‌যোগ কিংবা মামলা ক‌রেন নি স্কুল কর্তৃপক্ষ । এলাকার সাধারন মানুষ বিষয়‌টি সহজভা‌বে মে‌নে নি‌তে পার‌ছেন না, তারা রা‌গে ক্ষো‌ভে ফু‌সে উঠ‌ছেন । গত ১২ সে‌প্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রা‌তে স্কু‌লের মূল দরজার তালা ভে‌ঙ্গে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন স্থানীয় ইউ‌পি সদস‌্য মো. ফজলুর রহমান । স্থানীয় বা‌সিন্দা মো. ফরহাদ হোসাইন যায়যায়‌দিন প‌ত্রিকার নল‌ছি‌টি উপ‌জেলা প্রতি‌নি‌ধি‌কে মু‌ঠো‌ফো‌নে জানান, স্কু‌লের দপ্তরী কাম নৈশ প্রহরী গৌতম চন্দ্র কোন‌দিন রা‌তে স্কু‌লে থা‌কেন না বিধায় এমন চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে । প্রধান শিক্ষক মাকসুদা বেগম চু‌রির বিষয়‌টি ধামাচাপা দেওয়ার জন‌্য উ‌ঠেপ‌রে চেষ্টা কর‌তে‌ছেন ।
সহকা‌রি প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা নুসরাত জাহান ব‌লেন, প্রধান শিক্ষক মাকসুদা বেগম আমা‌কে জা‌নি‌য়ে‌ছেন চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে কিন্তু কোন‌কিছু চু‌রি হয় নাই ।

উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ব‌লেন, স্কু‌লে চু‌রি হ‌য়ে‌ছে এমন কোন ঘটনাই আ‌মার জানা নাই ।

নল‌ছি‌টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান ব‌লেন, স্কু‌লে চু‌রি হ‌য়ে‌ছে এমন এক‌টি ঘটনা আ‌মি শু‌নে‌ছি কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমা‌কে কোন অ‌ভি‌যোগ ক‌রেন নি, অ‌ভি‌যোগ আস‌লে আ‌মি তদন্ত স্বা‌পে‌ক্ষে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করব ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest