ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ঘরহীন মিনারাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকার এক সাংবাদিক।
৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বার্হী অফিসারের অফিস কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ আর্থিক প্রদান করা হয়।
উল্লেখ্য নলছিটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নান্দীকাঠি বাইপাস সড়ক ও চার নম্বর ওয়ার্ডের সবুজবাগে একটি পুকুরের উপরে তৈরি মাচানে মানবেতর জীবনযাপন করছিলো মিনারা বেগম ও তার নাতি নিরব। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে খবর প্রচার হলে এগিয়ে আসে প্রসাশনসহ মানবিক মানুষরা। অসহায় মিনারার ঘর নির্মাণে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক ঝালকাঠির ঢাকায় কর্মরত এক সাংবাদিক। তিনি ঘর নির্মাণের জন্য মিনারা বেগমকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন।
এসময় উপস্থিত থেকে তার.হাতে টাকা তুলে দেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান
মোর্শেদা লস্কর ,শিক্ষক/সাংবাদিক মিলন কান্তি দাস, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা মহসিন ও সাবেক কাউন্সিলর সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST