কুড়িগ্রামে ২০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

কুড়িগ্রামে ২০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ ২০২ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন আশারমোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ছোটখাটামারী ০১ নং ওয়ার্ডে মোঃ ওসমান গনি (৪৫)’কে ২০২ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।//// সাইফুর রহমান শামীম ০১৭১৮০৭০৩৮৮


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest