ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী সড়ক কেটে সবজি লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ওই সড়কটি সংকোচিত হওয়ায় চলাচলের ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারের পাশ্ববর্তী তেগাছিয়া নামক সড়কে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় কতিপয় অসাধু লোক ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এ কাজ করেছে। তবে, অতিদ্রুত তারা সড়কের মাটি ভরাট করে দিবে বলে স্বীকারোক্তি দেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া ও আজিমুদ্দি গ্রামের সংযোগ সড়কের মাটি কেটে শীতকালীন সবজি চাষ করছে স্থানীয় কতিপয় অসাধু লোক। বিভিন্ন প্রজাতির গাছও লাগিয়েছে অনেকে। এতে ওই সড়কটি সংকোচিত হওয়ায় চলাচলের ভোগান্তীতে পরেছে সাধারন মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক দিয়ে দুইটি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। কিছু অসাধু লোক তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সড়কের মাটি কেটে সবজি চাষ করেছে। এতে আমাদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।
সরকারি সড়কের মাটি কেটে সবজি চাষের বিষয়ে ভুল হয়েছে স্বীকার করে অভিযুক্ত জামাল আকন বলেন, স্থানীয় ইউপি সদস্যের সাথে এবিষয়ে কথা হয়েছে। অতিদ্রুত সড়কের মাটি ভরাট করে দেবো। ভবিষ্যতে আর এধরনের কাজ করবেন না বলেও তিনি জানান।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিক বলেন, সড়কের মাটি কেটে সবজি চাষের বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। খুব শীঘ্রই তারা সড়কটি ভরাট করে দিবে বলে অঙ্গিকার করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST