তারুণ্যের নলছিটি ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন তিন সংগঠক

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

তারুণ্যের নলছিটি ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন তিন সংগঠক

ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটি উপজেলার তরুণদের নেতৃত্ব পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের নলছিটি। উপজেলার তরুণদের আত্মউন্নয়ন ঘটিয়ে ইতিবাচক ও মানবিক কাজে লাগিয়ে সমাজের উন্নয়নের লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় এ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে বিগত বছরজুড়ে নলছিটির তরুণদের আত্মউন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও মোধা বিকাশে প্রতিযোগিতার আয়োজন করে চলছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন। একই সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানবিক সহযোগিতা ও জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।

তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বিগত বছরজুড়ে ভলান্টিয়ার অ্যাক্টিভিটির উপর মূল্যায়ন করে তারুণ্যের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকার জন্য তিনজন স্বেচ্ছাসেবক’কে কাজের স্বীকৃতি স্বরুপ তারুণ্যের নলছিটি ইয়ুথ অ্যাওয়ার্ডের প্রদান করা হয়।

তারুণ্যের নলছিটি ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি খলিফা, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত এবং ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী ও সংগঠনের সুবিদপুর ইউনিয়ন সমন্বয়ক আরিফুল ইসলাম আকাশ। সংগঠনে সাথে যুক্ত হয়ে ভলান্টিয়ার হিসেবে তারা নিজেদের দক্ষতা উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কাজে সর্বোচ্চ অংশ গ্রহণ করায় এ স্বীকৃতি পেয়েছে।

নলছিটি পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে ক্রেস্ট তুলে দেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কো কনভেনর মাহবুব তালুকদার, মোল্লারহাট ইউনিয়নের সমন্বয়ক নাঈম মল্লিক, সৈয়দ লিওন, কে এম নাঈম , সাইফ সাঈদ প্রমুখ ভলান্টিয়ার নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest