ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : প্রথমবারের মতো খুলনাকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিজয় মিছিল করেছে মহানগরীর সমর্থকরা। রাজশাহী বিজয়ী হওয়ার সাথে সাথে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় ক্রিকেটপ্রেমী ও রাজশাহীর সমর্থকরা বিজয় মিছিল বের করে। জানা গেছে, শুক্রবার রাতে খুলনাকে ২২ রানে হারানোর পরপরই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল বের করে ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটপ্রেমী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে এসে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় উল্লাস করতে থাকে। সাহেব বাজার জিরো পয়েন্ট ছাড়াও নগরীর পাড়া-মহল্লা এবং বিভিন্ন এলাকায় এ বিজয় মিছিল বের করা হয়। উল্লেখ্য, ১৭ এপ্রিল শুক্রবার রাতে টসে হেরে প্রথমে রাজশাহী ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করতে সক্ষম হয়। জবাবে খুলনা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে 8 উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয়। ২১ রানে খুলনা কে পরাজিত করে রাজশাহী প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST