ঢাকা ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি।।।।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চাকেন্দা খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে ম্যাথ মেস্ট্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।। মঙ্গলবার সদর উপজেলার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে
ম্যাথ ম্যাস্ট্রো প্রতিযোগিতার উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা এবং অংশগ্রহণকারী প্রত্যেকটি স্কুলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
গুড নেইবারস এর ম্যানেজার জোসেফ টুটুল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন এম শরিফুল ইসলাম খন্দকার , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিডিপি এর সিডিসি সভাপতি ও ৯ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর,,সহকারী শিক্ষা অফিসার আবু নোমান মোঃ নওশাদ,। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ কালাম উদ্দিন সহকারী ম্যানেজার প্রোগ্রাম গুড নেইবারস। আরোও উপস্থিত ছিলেন চাকেন্দা খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোছাঃ সালেহা খাতুনসহ সদর উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ১০০ জন শিক্ষাথী। উপস্থিত বক্তারা বলেন ম্যাথ মেস্ট্রো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটবে, পাশাপাশি সুস্থ খেলাধুলা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST