ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদল গাছীতে ট্রাক চাপায় এক ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে এবং ভ্যান চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
১১ নভেম্বর শনিবার আনুমানিক ৯টায় আক্কেল পুরের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক অপর দিক থেকে ৬জন আরোহী নিয়ে আসা একটি ভ্যান সামনাসামনি সংঘর্ষ হলে ঘটনা স্হলে ভ্যান আরোহী মোছাঃ হাসনা বেগম(৫৫)নামের একজন মহিলার মৃত্যু হয় এবং গুরুতর আহত ভ্যান চালককে আক্কেল পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত হাসনা বেগম বদল গাছী উপজেলার কোলা ইউপির চকতাহের গ্রামের বাদেশ মিয়ার স্ত্রী বলে জানা যায়। তারা কর্মসূচির কাজের উদ্দেশ্যে কেশাইল ঈদগাঁর রাস্তায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
এদিকে জনগণ ধাওয়া করে দুর্ঘটনা কবলিত ট্রাক সহ ড্রাইভারকে আটক করে কিন্তু হেলপার পালিয়ে যায়।
ট্রাক ড্রাইভার পত্নীতলার কাটাবাড়ি গ্রামের নাছিরের ছেলে মমিন(৩০) জানান,আমি কাজির হাট থেকে সিমেন্ট বোঝায় করে নওগাঁর পত্নীতলার উদ্দেশ্যে যাওয়ার সময় কোলা ইউপির কেশাইল নামক স্হানে এলে ভ্যানটি রং সাইট থেকে এসে আমার ট্রাকে লেগে যায়।তার পর কি হয়েছে আমি জানিনা।
এবিষয়ে বদল গাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন,দুর্ঘটনা স্হান থেকে একটি মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে এবং ড্রাইভার ও ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST