ঢাকা ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রথম নির্বাচিত ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু গতকাল ১৫ নভেম্বর বুধবার দুপুর ১২টায় ঢাকা হতে গাড়ী যোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় পৌঁছেলে তার সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী কয়েকশো মটর সাইকেল, ইজিবাইক ও পিকআপ গাড়ী নিয়ে তাকে স্বাগত জানান,তার সমর্থনে মিছিল করে। এরপর তিনি মুকসুদপুর উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।
এসময় তার সাথে ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া,মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর মোল্লা,ননিক্ষীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বাড়ি প্রমূখ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ -১ আসন তথা মুকসুদপুর ও কাশিয়ানী এলাকা হতে আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার মনজুরুল হক লাবলু বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST