দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া পদত্যাগ করেছেন

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া পদত্যাগ করেছেন

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ২৯ নভেম্বর বুধবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব বরাবর, গোপালগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট এর নিকট পদত্যাগ জমা দেন।
মো: কাবির মিয়া বলেন,মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে পদত্যাগ জমা দিয়েছি। তিনি বহুবছর ধরে আওয়ামীলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে জানান। তিনি আরোও বলেন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জে-১ আসনে নির্বাচন করবো এবং নির্বাচনে জয়লাভও করবো -ইনশাল্লাহ বলে সাংবাদিকদের জানান।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী) আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest