ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি একশ গ্রাম গাঁজাসহ নুর ভানু নামে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত নুর ভানু উপজেলার সাত আনি জামিরা গ্রামের মাদক ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী।
নবাবগঞ্জ অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান গত (৮ডিসেম্বর) শুক্রবার বিকালে তথ্যপ্রযুক্তি সহযোগিতায় এস আই সোহেল রানার সঙ্গীও ফোর্স মাদক ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায়, পুলিশ এর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে মাদক প্রসেস করা অবস্থায় মাদক ব্যবসায়ের স্ত্রী কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে রাতে তিন জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন থানা কর্মকর্তা ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST